গুপ্ত হত্যা-গণগ্রেপ্তারের প্রতিবাদে জামায়াতের মানববন্ধন
প্রথম নিউজ, ঢাকা : জামায়াতের নিবন্ধন মামলায় ন্যায়ভ্রষ্ট রায়, ফরমায়েশি একতরফা তফসিল ঘোষণা, গুপ্ত হত্যা, গণগ্রেপ্তার ও অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে এবং আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে মানববন্ধন করেছে জামায়াতে ইসলামী।
রোববার (১০ ডিসেম্বর) সকালে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় পুলিশি বাধার মুখে পড়েন সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধন থেকে অসংখ্য নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিনের নেতৃত্বে মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন— কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি যথাক্রমে দেলাওয়ার হোসেন ও ড. আব্দুল মান্নান, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক মোকাররম হোসাইন, শামছুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য আব্দুস সালাম, কামরুল আহসান, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি তৌহিদুল ইসলাম, ঢাকা মহানগর পুর্বের সভাপতি তাকরিম হাসান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ, ঢাকা কলেজ সভাপতি আসিফ তাজওয়ার শিশিরসহ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন থানা আমির ও সেক্রেটারিবৃন্দ।
শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচিতে পুলিশের হামলার ঘটনায় তাৎক্ষণিক নিন্দা ও প্রতিবাদ জানান কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।
এ বিষয়ে যাত্রাবাড়ী থানার ওসি বি এ ফরমান আলী ঢাকা পোস্টকে বলেন, অনুমতি না নিয়ে জামায়াতে ইসলামী ও শিবিরের নেতাকর্মীরা সড়ক আটকে মানববন্ধনে নেমেছিলেন। পুলিশ সেখানে বাধা দিলে বাগবিতণ্ডা ও পুলিশের ওপর হামলা করা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে ৪ জনকে আটক করেছে।