‘গণমাধ্যমকর্মী’ শব্দ ব্যবহার করে সাংবাদিক পরিচয়টি মুছে ফেলার অপচেষ্টা
সাংবাদিকদের গ্র্যাচুইটি কমানো ও ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে।
প্রথম নিউজ, ঢাকা: গণমাধ্যমকর্মী আইন (চাকরির শর্তাবলি) ২০২২-এর খসড়ায় শ্রম আইনের বেশ কিছু সুবিধা কেড়ে নেওয়া হয়েছে। সাংবাদিকদের গ্র্যাচুইটি কমানো ও ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। আর ‘গণমাধ্যমকর্মী’ শব্দ ব্যবহার করে সাংবাদিক পরিচয়টি মুছে ফেলার অপচেষ্টা করা হচ্ছে। এ আইনে মালিকদের বেশি সুরক্ষা দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে বিভিন্ন সাংবাদিক ফেডারেশন ও ইউনিয়নের নেতারা এসব কথা বলেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে, বিএনপিপন্থী অংশ) ও ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। সাংবাদিক ও পেশাজীবী নেতা শওকত মাহমুদ বলেন, গণমাধ্যমকর্মী আইন শ্রম আইনের সঙ্গে সাংঘর্ষিক। গ্র্যাচুইটি কমানো হয়েছে, সাংবাদিকদের ইউনিয়ন করার অধিকার কেড়ে নেওয়া হয়েছে। কোনো বিরোধ হলে তা মেটানোর চেষ্টা করবেন জেলা পর্যায়ের একজন বিচারকের দ্বারা পরিচালিত ট্রাইব্যুনাল, যা মালিকপক্ষের জন্য সব সময়ই কাজ করবে। শ্রম আইনে সাংবাদিকদের চাকরির শর্তাবলি অনেক আলাপ–আলোচনার মধ্য দিয়ে স্বীকৃত। সেখানে নতুন আইনের দরকার নেই।
বিএফইউজের সভাপতি এম আবদুল্লাহ বলেন, এ আইনে সরকারের ঘনিষ্ঠ মালিকদের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, যার মাধ্যমে সরকার চাইলেই অনুসন্ধানী ও সাহসী সাংবাদিকদের চাকরিচ্যুত করতে পারবে। আইনের খসড়া ২০১৭ সালে করার পর পাঁচ বছর ঘষামাজা করে ঠিক করা হয়েছে সাংবাদিকদের কীভাবে বঞ্চিত, লাঞ্ছিত করা যায়। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান বলেন, ‘আমাদের শেষ পরিচয় সাংবাদিক, তা মুছে ফেলার চেষ্টা করা হয়েছে। এখন সংবাদপত্রকর্মী তকমা দেওয়া হচ্ছে। খসড়ায় একটি জায়গাতেও সাংবাদিক পরিচয়ের কথা লেখা নেই।’ বিএফইউজে মহাসচিব নুরুল আমিন বলেন, ‘গণমাধ্যমকর্মী আইনে সাংবাদিকদের অধিকার, মানসম্মান আরও ভূলুণ্ঠিত করার চেষ্টা করা হচ্ছে। পূর্বপ্রতিষ্ঠিত অধিকারকে খর্ব করে আমাদের আরও বঞ্চিত করার চেষ্টা করা হচ্ছে।’
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও কবি হাসান হাফিজ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) যুগ্ম সম্পাদক শাহজাহান সাজু, জ্যেষ্ঠ সাংবাদিক কায়কোবাদ মিলন, জাতীয় প্রেসক্লাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফয়সাল হাবিব প্রমুখ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews