গাজীপুরের কালীগঞ্জে ইউএনও অফিসে হামলা-ভাঙচুর, আহত ৫

গাজীপুরের কালীগঞ্জে ইউএনও অফিসে হামলা-ভাঙচুর, আহত ৫

প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরের কালীগঞ্জে আওয়ামী লীগ নেতা ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাঙচুর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে হেনস্তা করা হয়েছে। এ সময় হামলায় ৫ জন আহত হন। তারা হলেন নির্বাহী কর্মকর্তার চালক রুবেল, অফিস সহায়ক আনোয়ার, আনসার সদস্য আকরাম, বিআরডিপি’র সহকারী হিসাবরক্ষক লিটন, শিক্ষার প্রোগ্রামার উজ্জ্বল।  

গাজীপুরের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুর রহমান জানান, আজ কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে উপজেলা সদরের একটি অনুষ্ঠানে যোগ দিতে আসা নেতাকর্মীদের বিপুলসংখ্যক যানবাহন ঢুকে পড়ে উপজেলা কমপ্লেক্সের ভেতরে। এই কমপ্লেক্সের ভেতরে স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ গাড়ি নিয়ে আসতে পারেন, এমন সম্ভাবনায় তাদের গাড়ির জন্য জায়গা রাখতে প্রস্তুতি রেখে চেয়ারম্যানের গাড়ির বহরকে ঢুকতে নিষেধ করা হয়।

এরপরও নির্মাণাধীন গেট ভেঙে তাদের বাহন বিপুলসংখ্যক অটোরিকশা, মোটরসাইকেল, লেগুনা ইত্যাদি ভেতরে ঢুকে পড়ে। এতে বাধা দিলে তারা অফিসে ইট পাটকেল নিক্ষেপ ও নিচতলায় ও দোতলায় ভাঙচুর করে। একপর্যায়ে চেয়ারম্যান আলমগীর হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলে পড়ে। পরনের কাপড় টানাহেঁচড়া করে ইউএনওকে হেনস্তা করা হয়। এ সময় তাকে রক্ষার জন্য চেষ্টা করলে  ৫ জনকে মারধর করে আহত করা হয়। তাদের মধ্যে আনসার সদস্য মারাত্মক আহত হয়ে হাসপাতালে ভর্তি আছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, ‘গাড়ি ঢুকতে নিষেধ করায় আমাকে তারা বলেন, দেশ চালাই আমরা- আপনি কে? আমরা এখানে ১০-১২ বছর ধরে রাজনৈতিক কর্মকাণ্ড করছি।’