গাজীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

গাজীপুরে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

প্রথম নিউজ, টাঙ্গাইল : টাঙ্গাইলের নাগরপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে এরশাদ হত্যা মামলার প্রধান আসামি রিপন ওরফে রিপু মিয়াকে গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) ভোরে র‌্যাব-১ এর একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে তাকে গাজীপুর মহানগরীর গাছা থানার দক্ষিণ খাইলকুর বাহার মার্কেট এলাকার রুবেলের বাসা থেকে গ্রেপ্তার করে।

এ সময় তার কাছ থেকে ১টি মোবাইল ও নগদ ৫৫০ টাকা উদ্ধার করা হয়।

নিহত এরশাদ বিশ্বাস (৩৮) মানিকগঞ্জের চর কাটারী গ্রামের ফুলচা বিশ্বাসের ছেলে।

সকালে গাজীপুরের কোম্পানি কমান্ডার ইয়াসির আরাফাত হোসেন এক সংবাদ সম্মেলনে জানান, গত ১৪ সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল জেলার নাগরপুর পাইকশা এলাকায় খেলা দেখতে গেলে বিরোধের জের ধরে অভিযুক্ত রিপন ওরফে রিপু মিয়াসহ আটজন মিলে দেশি অস্ত্র দিয়ে এরশাদ বিশ্বাসকে মারপিট করে পালিয়ে যান।

পরে আহত এরশাদকে তার পরিবারের লোক মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলা কমপ্লেক্স ভর্তি করতে গেলে চিকিৎসক এরশাদকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর এরশাদের স্ত্রী জহুরা খাতুন বাদী হয়ে রিপনসহ আটজন ও অজ্ঞাতনামা আরো ৫-৬ জনের নামে নাগরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। গ্রেপ্তার প্রধান আসামি রিপন ওরফে রিপু মিয়াকে আইনগত ব্যবস্থার জন্য টাঙ্গাইল জেলার নাগরপুর থানায় হস্তান্তর প্রক্রিয়া চলছে।