গাজীপুরে নিহত যুবদলের দুই নেতার পরিবারকে তারেক রহমানের ঈদ উপহার
প্রথম নিউজ,গাজীপুর: ভোটারবিহীন সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আওয়ামী লীগ ও আইনশৃঙ্খলাবাহিনীর হাতে নিহত ও নির্যাতিত পরিবারের সদস্যদরে হাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার তুলে দিয়েছেন যুবদলের নেতৃবৃন্দ। আজ গাজীপুর জেলা যুবদলের আহ্বায়ক ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আতাউর রহমান মোল্লাহ্ এবং সদস্য সচিব এড.রফিকুল ইসলাম রফিক এর নেতৃত্বে ঈদ উপহার পৌঁছে দিলেন কালীগঞ্জের শহীদ জামির হোসেন ও কাপাসিয়ার শহীদ সাইফুল ইসলাম পরিবারের সদস্যদের হাতে। নেতৃবৃন্দ তারেক রহমানের পক্ষ থেকে তাদের ঈদের শুভেচ্ছা জানান।
ঈদ উপহার পেয়ে শহীদ জামির হোসেন ও শহীদ সাইফুল ইসলাম পরিবারের সদস্যরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় কাপাসিয়া ও কালিগঞ্জের যুবদলের নেতারা তাদের সঙ্গে ছিলেন।