গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৮
গত রাতে আরও ২ জনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাদের গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার করা হয়েছে। এদিকে আজ সকালেও পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।
প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুর জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য কাজী সাইয়্যেদুল আলম বাবুলসহ বিএনপির ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বুধবার সকালে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বোর্ডঘর এলাকায় অবরোধের সমর্থনে মিছিল বের করার সময় ৬ জনকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানিয়েছে। এর আগে গত রাতে আরও ২ জনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়।
কালিয়াকৈর থানার ওসি মো. আকবর আলী খান জানান, ভোরে বোর্ডঘর এলাকায় মিছিলের প্রস্তুতিকালে বিএনপির কেন্দ্রীয় নেতা কাজী সাইদুল আলম বাবুলসহ বিএনপির ৬ নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। কালিয়াকৈর থানার ওসি আকবর আলী খান জানান, গত রাতে আরও ২ জনকে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। তাদের গাড়ি পোড়ানোর মামলায় গ্রেফতার করা হয়েছে।
এদিকে আজ সকালেও পোশাক শ্রমিক-পুলিশ সংঘর্ষে বেশ কয়েকজন শ্রমিক আহত হয়েছে বলে জানা গেছে।