গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীসহ আটক ৭১
অপারেশন ডেভিল হান্ট
![গাজীপুরে আওয়ামী লীগ নেতাকর্মীসহ আটক ৭১](https://prothom.news/uploads/images/2025/02/image_750x_67a87738e1294.jpg)
প্রথম নিউজ, গাজীপুর: দেশজুড়ে চলমান ডেভিল হান্ট অপারেশনে গাজীপুরে আওয়ামী লীগের নেতাকর্মীসহ ৭১ জনকে আটক করা হয়েছে। গতকাল শনিবার ডেভিল হান্ট শুরুর পর থেকে আজ রোববার সকাল পর্যন্ত তাদের আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। গাজীপুর মহানগর পুলিশ (জিএমপি) কমিশনার ড. নাজমুল করিম খান বলেন, ‘যৌথ বাহিনীর অভিযানে মহানগরী থেকে ২৫ জন আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটক করা হয়েছে।’
গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক বলেন, ‘জেলার ৫ থানায় অভিযান চালিয়ে ৪৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার মধ্যে
৪০ জন আওয়ামী লীগের নেতাকর্মী।’
উল্লেখ্য, গাজীপুরসহ সারা দেশে সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে যৌথ বাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সরকার। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা বাহিনীর এক সমন্বয় সভায় এই সিদ্ধান্ত হয়।