যুক্তরাষ্ট্র থেকে হাত-পায়ে শিকল পরানো অবস্থায় অভিবাসী ফেরত পাঠানোয় ভারতের ক্ষোভ

যুক্তরাষ্ট্র থেকে হাত-পায়ে শিকল পরানো অবস্থায় অভিবাসী ফেরত পাঠানোয় ভারতের ক্ষোভ

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে বসবাসকারী অবৈধ ভারতীয়দের হাতে-পায়ে শিকল পরিয়ে ফেরত পাঠানোকে কেন্দ্র করে দেখা দিয়েছে চরম বিতর্ক। বুধবার সামরিক বিমানে করে এমন ১০৪ ভারতীয়কে পাঠানো হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির যুক্তরাষ্ট্র সফরের আগে এমন অনাকাক্সিক্ষত ঘটনা ক্ষোভের জন্ম দিয়েছে ভারতীয়দের মাঝে। যুক্তরাষ্ট্রের এমন পদক্ষেপকে অমানবিক বলে মন্তব্য করছেন অনেকে। এদিকে হাত-পা বাঁধা অবস্থায় ভারতীয়দের ছবি প্রকাশের পর ক্ষোভ ছড়িয়ে পড়ে বিরোধী দলের নেতাদের মাঝেও।

এ ঘটনাকে কেন্দ্র করে বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীসহ কংগ্রেসের নেতৃবৃন্দ হ্যান্ডকাফ পরে পার্লামেন্টের বাইরে প্রতিবাদ করেন। এ খবর দিয়েছে অনলাইন আল-জাজিরা। পাঞ্জাবের উত্তরাঞ্চলের হোশিয়ারপুরের বাসিন্দা কুলভিন্দার কর জানান, তার স্বামী যুক্তরাষ্ট্র্রে বসবাস করেন। দুই সপ্তাহ ধরে স্বামীর সঙ্গে তার যোগাযোগ বন্ধ।