খুলনায় ট্রেন-পিকআপের সংঘর্ষের নিহত ১
গতকাল উপজেলার খানজাহান আলী থানাধীন আফিল গেট বাইপাস সড়কে (আফিল গেট চেকপোস্ট এলাকায়) এই দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, খুলনা: খুলনার ফুলতলায় ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ১ জন নিহত ও ১ জন আহতের ঘটনা ঘটেছে। গতকাল উপজেলার খানজাহান আলী থানাধীন আফিল গেট বাইপাস সড়কে (আফিল গেট চেকপোস্ট এলাকায়) এই দুর্ঘটনা ঘটে। খুলনাগামী মেইলট্রেন আফিল গেট অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত পিকআপের হেলপার আফজাল শেখ (৪৮) বাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী থানার পাথরঘাটা গ্রামে। খুলনার দৌলতপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই শফিকুল ইসলাম বলেন, গতকাল ভোর সোয়া ৪টার দিকে আফিল গেট বাইপাস সড়কে চিলাহাটী থেকে ছেড়ে আসা রকেট ট্রেনের সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। ট্রেনের ইঞ্জিন পিকআপটিকে প্রায় আধা কিলোমিটার টেনে নিয়ে যায়। ফলে পিকআপ ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায়। ফায়ার সার্ভিসের সহায়তায় পিকআপ থেকে হেলপার আফজাল শেখ ও চালক নুর ইসলাম শেখকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। তবে আফজাল শেখ আগেই মারা যান। আহত নুর ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন খান বলেন, খুলনাগামী মেইলট্রেন আফিল গেট অতিক্রম করার সময় মুরগি বোঝাই একটি পিকআপ ভ্যান রেললাইনের উপর উঠলে তাৎক্ষণিক ট্রেনের ধাক্কায় পিকআপটি দুমড়ে-মুচড়ে গেছে এবং পিকআপ ভ্যানের ১ জন নিহত ও ১ জন আহত হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রেলওয়ে পুলিশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। স্থানীয়রা বলেন, ওই সময়ে কোনো গেটম্যান ওখানে ছিল না। গেটটি পুরোপুরি খোলা ছিল। গেটম্যানের গাফিলতিতে এ দুর্ঘটনা ঘটেছে।