খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মঙ্গলবার সারাদেশে দোয়া
ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশনেত্রীর সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে
প্রথম নিউজ, ঢাকা : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মঙ্গলবার সারাদেশে মিলাদ মাহফিল এবং দোয়া অনুষ্ঠিত হবে। সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী আহমেদ বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারা নির্যাতনের ফলে বর্তমানে অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু সুস্থতা কামনায় ঢাকাসহ দেশব্যাপী মহানগর ও জেলা সদরে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। এরই অংশ হিসেবে ঢাকায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় দেশনেত্রীর সুস্থতা কামনায় মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর সব পর্যায়ের নেতাকর্মীদের রাজধানীসহ দেশব্যাপী মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে শরীক হওয়ার জন্য অনুরোধ জানান তিনি ।
কেরোসিন, ডিজেল, এলপিজি গ্যাস ও যানবাহনের ভাড়া বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্দ্ধগতির প্রতিবাদে বিএনপির উদ্যোগে সোমবার শুরু হয়েছে দেশব্যাপী লিফলেট বিতরণ কর্মসূচি। এতে পুলিশ ব্যাপকভাবে বাধা দিচ্ছে বলে অভিযোগ করে রিজভী বলেন, সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নিপুন রায় চৌধুরীর নেতৃত্বে প্রচারপত্র বিলির সময় ঢাকার কেরানীগঞ্জের জিঞ্জিরায় দলীয় কার্যালয়ে, আবদুল্লাহপুরে যুবলীগের সন্ত্রাসীরা হামলা চালিয়ে তেঘরিয়া বিএনপির সভাপতি খোরশেদ মিয়াসহ অনেক নেতাকর্মীকে, রাজেন্দ্রপুরে পুলিশের উপস্থিতিতে আওয়ামী সশস্ত্র সন্ত্রাসীরা বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে অনেককে আহত করে। ময়মনসিংহের নির্ধারিত স্থানে প্রচারপত্র বিলির সময় পুলিশ বিএনপি নেতাকর্মীদেরকে বাধা দেয়। তিনি বলেন, দেশে চাল-ডাল-নুন-তেল-পেঁয়াজসহ নিত্য প্রয়োজনীয় সব কিছুর মূল্য জনগণের ক্রয় ক্ষমতার বাইরে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম অস্বাভাবিক বৃদ্ধি এবং গণপরিবহণে ভাড়া বৃদ্ধিতে জনজীবনে নাভিশ্বাস উঠেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: