খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য অনুমতি চেয়ে হাইকোর্টে রিট
সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের পক্ষ থেকে এ রিট আবেদন করা হয়।
প্রথম নিউজ, ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।
আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দের পক্ষ থেকে এ রিট আবেদন করা হয়।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ রিট করার বিষয়টি নিশ্চিত করেছেন।
শারীরিক নানা জটিলতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে দীর্ঘদিন ধরে সরকারের কাছে দাবি জানিয়ে আসছেন বিএনপি নেতারা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: