ঋণ খেলাপি মামলায় সংসদ সদস্যের স্বামীসহ ২ জনের কারাদণ্ড

চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. পারভেজ আলম ও এম এম আলম। পারভেজ চট্টগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের স্বামী বলে জানা গেছে।

ঋণ খেলাপি মামলায় সংসদ সদস্যের স্বামীসহ ২ জনের কারাদণ্ড
ফাইল ফটো

প্রথম নিউজ, চট্টগ্রাম: চট্টগ্রামের ওয়ান ব্যাংকের ২৩ কোটি ৯৭ লাখ ২০ হাজার ৯৭২ টাকা ঋণ খেলাপের মামলায় দুই ব্যবসায়ীকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২১ মার্চ) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মো. পারভেজ আলম ও এম এম আলম। পারভেজ চট্টগ্রামের সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ারের স্বামী বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম। তিনি বলেন, আসামিদের কাছে ব্যাংকের পাওনা ২৩ কোটি ৯৭ লাখ ২০ হাজার ৯৭২ টাকা। এ টাকা পরিশোধ না করার ঘটনায় ২০১৬ সালের ১৭ ফেব্রুয়ারি ওয়ান ব্যাংকের খাতুনগঞ্জ শাখা মামলাটি করে। আসামি দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom