খিলগাঁওয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কবিরকে (২৮) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়
প্রথম নিউজ, ঢাকা : রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কবিরকে (২৮) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার করা হয়।
বুধবার (২২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান র্যাব-৩ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।তিনি বলেন, মঙ্গলবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. কবিরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে কুমিল্লার বুড়িচং থানায় একটি মাদক মামলা রয়েছে। মামলার পর থেকে আসামি কবির কুমিল্লা ও রাজধানীর বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।
গ্রেফতার কবিরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: