প্রথম নিউজ, কুষ্টিয়া : কুষ্টিয়া পৌরসভার ৬ নং ওয়ার্ড হাউজিং এস্টেট এ গত ৩ এপ্রিল ২০২৩ এ বিকাল ৫.৩০ এ হাউসিং সি ব্লক মসজিদের সামনে জলির পুত্র মো: লিখন (২৬) সরোয়ার মোর্শেদের (৩৮) শিশু কন্যা সাবরিনার (৩) এর ওপর আক্রমণ করলে পিতা সরোয়ার মোর্শেদ ঠেকাতে গেলে জলির ছেলে লিখন তাকে হত্যার উদ্দেশ্যে বেধর মারপিট করে। সেই সাথে তার হাত ভেঙে দেয়। সে মারাত্মকভাবে আহত হয়। লিখন কিশোর গ্যাং এর সদস্য বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।ভুক্তভোগীরা বলেন, সামান্য বিষয় নিয়ে যারা অমানবিক ও নিষ্ঠুরতা চালাতে পারে তারা কেমন প্রকৃতির মানুষ হতে পারে। আমরা প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত করে আইনগতভাবে কঠোর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।এ ঘটনায় ১. মোঃ লিখন ২. মোছাঃ জলিসহ অজ্ঞাত ৩-৪ জন কে আসামি করে কুষ্টিয়া মডেল থানায় একটি মামলা করেছেন সারোয়ার মুর্শেদ। যার মামলা নং ৮/১৮৪। এই ঘটনার পর থেকে এলাকায় থমথমে বিরাজ করছে। সেই সাথে ভুক্তভোগীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। কিশোর গ্যাং খেত লিখন নানাভাবে প্রাণনাশের হুমকি-ধামকি দিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার।