কাশিমপুর কারাগারে এক হাজতির মৃত্যু 

নিহত হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকার হোসেন আলীর ছেলে আফাজ উদ্দিন (২০)। এ কারাগারে তার হাজতি নম্বর-১৩৩২২২।  

কাশিমপুর কারাগারে এক হাজতির মৃত্যু 

প্রথম নিউজ, গাজীপুর: গাজীপুরে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী এক হাজতির মৃত্যু হয়েছে।  বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হলেন- গাজীপুরের শ্রীপুর উপজেলার দক্ষিণ ধনুয়া এলাকার হোসেন আলীর ছেলে আফাজ উদ্দিন (২০)। এ কারাগারে তার হাজতি নম্বর-১৩৩২২২।  

কারাগার সূত্রে জানা গেছে, মাদক মামলায় কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দী ছিলেন আফাজ উদ্দিন। রাতে তিনি কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসক রাত পৌনে ১০টার দিকে আফাজ উদ্দিনকে মৃত ঘোষণা করেন। তার বিরুদ্ধে ভালুকা থানায় একটি ও শ্রীপুর থানায় ৪টি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।  

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) মো. নুরুন্নবী ভূইঁয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom