ক্লাস চলাকালে সিলিং ফ্যান ছিঁড়ে পড়লো ২ শিক্ষার্থীর মাথায়
আজ বুধবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চকবাজার এলাকায় ক্লাস চলাকালে টিনশেডের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। এ সময় শ্রেণিকক্ষে ৩২ শিক্ষার্থী ছিল।
প্রথম নিউজ, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় সিজুয়ে কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলে ক্লাস চলাকালে সিলিং ফ্যান ছিঁড়ে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে।
আজ বুধবার (৩০ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার চকবাজার এলাকায় ক্লাস চলাকালে টিনশেডের শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। এ সময় শ্রেণিকক্ষে ৩২ শিক্ষার্থী ছিল। আহতরা হলো, জ্যৌতির্ময় দে ও সাহেরা আলম সোহা। তারা ওই বিদ্যালয়ের কেজি ক্লাসের শিক্ষার্থী।
সিজুয়ে কিন্ডারগার্টেন অ্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আবদুল লতিফ মিয়া জানান, বুধবার সকালে ক্লাস চলাকালে টিনশেডের শ্রেণিকক্ষে হঠাৎ সিলিং ফ্যান খুলে দুই শিক্ষার্থীর ওপর পড়ে। এ সময় তারা মাথায় আঘাত পায়। পরে তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে জৌতির্ময় দে’কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আর সোহাকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
তিনি আরও জানান, ঢাকা মেডিকেল জৌতির্ময়ের সিটিস্ক্যান করা হয়েছে। মাথায় তেমন সমস্যা হয়নি। চারটি সেলাই করতে হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক নয়।