কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার আসামি গ্রেফতার
প্রথম নিউজ, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জে কলেজের সামনে থেকে কলেজছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামি রুবেলকে (৩১) গ্রেফতার করেছে র্যাব।
সোমবার (৯ অক্টোবর) সকালে র্যাব-১৪ কিশোরগঞ্জের কোম্পানি অধিনায়ক আশরাফুল কবির এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।
রুবেল পাকুন্দিয়া উপজেলার সুখিয়া এলাকার এংরাজের ছেলে।
র্যাব জানায়, গত ১১ জুন সকাল সাড়ে ৯টার দিকে পাকুন্দিয়া মহিলা কলেজের সামনে থেকে রুবেলসহ অজ্ঞাত তিন-চার জন ওই ছাত্রীকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনায় ওই ছাত্রীর পরিবার গত ৭ জুলাই পাকুন্দিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। ঘটনার পর থেকেই আসামিকে ধরতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে র্যাব। র্যাব জানতে পারে, আসামি রুবেল গাজীপুরের জয়দেবপুর উপজেলার নতুন বাজার এলাকায় রয়েছে। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।