কারসাজি করে সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে : বাম গণতান্ত্রিক জোট

এই সরকার ভয়ের রাজত্ব কায়েমের পাশাপাশি লুটপাট-বৈষম্যের দেশ বানিয়েছে।

কারসাজি করে সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে : বাম গণতান্ত্রিক জোট
কারসাজি করে সরকার ভোটাধিকার কেড়ে নিয়েছে : বাম গণতান্ত্রিক জোট

প্রথম নিউজ, ঢাকা: বর্তমান ক্ষমতাসীন আওয়ামী লীগ নানা কারসাজির মাধ্যমে সাধারণ মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে গণতন্ত্র হরণ করেছে বলে মন্তব্য করেছেন বাম গণতান্ত্রিক জোটের নেতারা। তারা বলেছেন, এই সরকার ভয়ের রাজত্ব কায়েমের পাশাপাশি লুটপাট-বৈষম্যের দেশ বানিয়েছে। গতকাল শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে তারা এসব কথা বলেছেন। সমাবেশ থেকে ভোট ও ভাতের দাবিতে নির্দলীয় তদারকি সরকারের অধীন নির্বাচন, ভোটাধিকার গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতি, লুটপাট রুখে দাঁড়ানো ও নিত্যপণ্যের দাম কমানোসহ জনজীবনের সঙ্কট সমাধানে আগামী ৯ জানুয়ারি দেশব্যাপী বিক্ষোভ সমাবেশের কর্মসূচি ঘোষণা করা হয়।

২০১৮ সালের নির্বাচনকে ভোট ডাকাতির নির্বাচন দাবি করে ৩০ ডিসেম্বরকে ‘কালো দিবস’ ঘোষণা করেছে বাম গণতান্ত্রিক জোট। এই দিবস উপলক্ষে শুক্রবার প্রেস ক্লাবের সামনে মুখে কালো পতাকা বেঁধে সমাবেশে অংশ নিয়েছেন জোটের নেতাকর্মীরা। বর্তমান সরকারের অধীন নির্বাচন সুষ্ঠু হবে না দাবি করে বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন বলেন, এই সরকারের অধীন ভালো নির্বাচন আশা করা যায় না। রংপুর ও গাইবান্ধার নির্বাচন বর্তমান সরকারের প্রতারণার নতুন কৌশল। এসব নাটক বন্ধ করে কীভাবে নির্বাচনকালে নির্দলীয় তদারকি সরকার গঠিত হবে, সেটি নিয়ে আলোচনা শুরু করা উচিত।

সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম বলেন, সরকার নিরপেক্ষ তদারকি সরকারের অধীন নির্বাচন দিতে ভয় পাচ্ছে। বর্তমান সরকার চূড়ান্তভাবে জনবিচ্ছিন্ন। তাই রাস্তায় রাস্তায় ক্যাডার বাহিনী বসিয়েছে জনগণের গণতান্ত্রিক আন্দোলন দমন করার জন্য। তারা আইন নিজের হাতে তুলে নিচ্ছে। দেশকে সঙ্ঘাতের দিকে ঠেলে দিচ্ছে। দেশে এখন স্বৈরাচারী ব্যবস্থা শুধু রাষ্ট্রে নয়, তৃণমূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে। দেশের প্রতিটি পাড়ামহল্লা দুর্বৃত্তদের দখলে চলে গেছে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom