ক্রিমিয়া দিয়ে যুদ্ধ শুরু, ক্রিমিয়া দিয়েই শেষ হবে: জেলেনস্কি
রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের শাসন ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি
প্রথম নিউজ, ডেস্ক : রাশিয়ার দখল করে নেওয়া ক্রিমিয়া উপদ্বীপে ইউক্রেনের শাসন ফিরিয়ে আনার অঙ্গীকার করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
এ পদক্ষেপ বিশ্বে আইন ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় সহায়ক হবে বলে মন্তব্য করেছেন তিনি। খবর রয়টার্সের।
মঙ্গলবার ক্রিমিয়া প্রশ্নে এক আন্তর্জাতিক সম্মেলনে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এ কথা বলেন।
তিনি বলেন, ক্রিমিয়া দিয়ে যুদ্ধ শুরু হয়েছে। আবার ক্রিমিয়া দিয়েই যুদ্ধ শেষ হবে।
জেলেনস্কি বলেছেন, ২০১৪ সালে রাশিয়ার দখল করা এই উপদ্বীপের নিয়ন্ত্রণ ফিরে পাওয়াটা হবে ‘যুদ্ধের বিরুদ্ধে সবচেয়ে বড় পদক্ষেপ।’ ক্রিমিয়াকে দখলমুক্ত করাটা জরুরি। কারণ, এতেই বিশ্বে আইন-শৃঙ্খলা আবার ফিরে আসবে।
ইউক্রেনে অনুষ্ঠিত ক্রিমিয়াবিষয়ক এই সম্মেলনে অংশ নিচ্ছেন প্রায় ৬০টি দেশের প্রতিনিধিরা। এর মধ্যে প্রায় ৪০টি দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীও আছেন।
সম্মেলনে প্রায় সবাই অনলাইনে অংশ নিচ্ছেন। তবে পোল্যান্ডের প্রেসিডেন্ট ইউক্রেন সফরে থাকায় তিনি সরাসরি এতে অংশ নিয়েছেন।
তবে, রাশিয়া ক্রিমিয়া ছেড়ে দেওয়ার কোনো লক্ষণ দেখায়নি। এই উপদ্বীপকে কৃষ্ণ সাগরে নৌবহরের ঘাঁটি হিসাবে ব্যবহার করছে রাশিয়া। এখান থেকে ইউক্রেনের বিভিন্ন নিশানায় হামলাও চালিয়ে আসছে তারা।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews