করোনায় ২৪ ঘন্টায় মৃত্যু ৫ জন, শনাক্ত ২৯১
২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।
প্রথম নিউজ, ঢাকা: করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ হাজার ১০ জনে।
এই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ২৯১ জন। এ নিয়ে মোট করোনা রোগী শনাক্ত হলো ১৫ লাখ ৭৮ হাজার ১১ জন।
২৪ ঘণ্টায় মৃত পাঁচজনের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী। এদের মধ্যে সরকারি হাসপাতালে চারজন ও বেসরকারি হাসপাতালে একজন মারা যান। মৃত্যুহার ১ দশমিক ৭৮ শতাংশ।
আজ মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি-বেসরকারি ৮৪৮টি ল্যাবরেটরিতে ২০ হাজার ১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো এক কোটি ১০ লাখ ২০ হাজার ৮৫৭ জনে।
নমুনা পরীক্ষায় শনাক্তের হার ১ দশমিক ৪৫ শতাংশ। গত বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এখন পর্যন্ত রোগী শনাক্তের হার ১৪ দশমিক ৭২ শতাংশ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩০৮ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৪২ হাজার ৯০৮ জনে। সুুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ।
করোনায় মৃত পাঁচজনের মধ্যে ঢাকা বিভাগে চারজন ও চট্টগ্রাম বিভাগে একজন রয়েছেন। এদের মধ্যে পঞ্চাশোর্ধ্ব একজন, ষাটোর্ধ্ব দুইজন ও সত্তরোর্ধ্ব দুইজন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: