করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ, মৃত ৭২২

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৩৩২ জন।

করোনায় আক্রান্তের সংখ্যা ৩ লাখ, মৃত ৭২২

প্রথম নিউজ ডেস্ক: মহামারী করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন তিন লাখ নয় হাজার ৩৬ জন। আর মারা গেছেন ৭২২ জন। ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল সাড়ে ৯টা পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬২ কোটি ৬৪ লাখ ১০ হাজার ৩৩২ জন। মৃতের সংখ্যা ৬৫ লাখ ৬০ হাজার ৪৬৩ জন। আর মোট সুস্থ মানুষের সংখ্যা ৬০ কোটি ৫৯ লাখ ৭৭ হাজার ৯৫৮ জন।

এ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে নয় কোটি ৮৫ লাখ ৪৯ হাজার ২৪৬ জন। মোট মারা গেছেন ১০ লাখ ৮৭ হাজার ৮৭৩ জন। তালিকায় আক্রান্তে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে চার কোটি ৪৬ লাখ ১০ হাজার ১৪৬ জন। এছাড়া মৃত্যুতে তৃতীয় স্থানে আছে দেশটি। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ২৮ হাজার ৭৭৮ জনের।

তালিকায় আক্রান্তে তৃতীয় স্থানে আছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে তিন কোটি ৫৮ লাখ ২৩ হাজার ৬২৭ জন। মোট মৃত্যু হয়েছে এক লাখ ৫৫ হাজার ৪২২ জনের। এছাড়া ব্রাজিল আক্রান্তে তৃতীয় আর মৃত্যুতে দ্বিতীয় স্থানে আছে। আক্রান্ত হয়েছে মোট তিন কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৮৬০ জন। আর মৃত্যু হয়েছে ছয় লাখ ৮৬ হাজার ৮৯৫ জন।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom