শুটিং সেটে বল্ডউইনের গুলিতে চিত্রগ্রাহক নিহত, আহত পরিচালক
যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে চলছিল সিনেমার শুটিং
প্রথম নিউজ, ডেস্ক :যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে চলছিল সিনেমার শুটিং। দুর্ঘটনাবশত হলিউড অভিনেতা অ্যালেক বল্ডউইনের ‘প্রপ গান’ থেকে ছোড়া গুলিতে চিত্রগ্রাহক নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় পরিচালকও গুরুতর আহত হয়েছেন। খবর বিবিসির।
হলিউড ছবি 'রাস্ট' এর সেটে এমন ঘটনা ঘটে। ছবিটির প্রধান নায়ক হিসেবে শুট করছিলেন 'মিশন ইম্পসিবল' ছবি খ্যাত অভিনেতা অ্যালেক বল্ডউইন। হঠাৎই সেটে এমন ঘটনায় স্তম্ভিত হয়ে যায় সবাই।
জানা গেছে, অ্যালেক বল্ডউইনের হাতে থাকা প্রপ গান থেকে ৪২ বছর বয়সী চিত্রগ্রাহক হ্যালাইনা হাচিনসের শরীরে গুলি লাগে। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন 'রাস্ট' ছবির পরিচালক জোয়েল সুজাও। গুলিবিদ্ধ ৪৮ বছর বয়সী এই পরিচালক এখন আইসিইউতে।
অ্যালেক বল্ডউইনের মুখপাত্র এপি নিউজ এজেন্সিকে জানান, প্রপ গান থেকে ভুলবশত গুলি লেগে যায়।
স্থানীয় সময় বৃহস্পতিবার (২১ অক্টোবর) বোনানজা ক্রিক র্যাঞ্চে ঠিক কী ঘটেছিল, তার বিস্তারিত এখনও জানা যায়নি। তবে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এখনও কারো বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews