কর্ণফুলীতে মাছ ধরতে নেমে নিখোঁজ বৃদ্ধের মরদেহ উদ্ধার
প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কর্ণফুলী নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ মো. ইমদাদ উল্লাহর (৬৫) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রোববার সকাল ৮টার দিকে রাঙ্গুনিয়া থানার পূর্ব সরফভাটা এলাকায় নদী থেকে মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে রোববার (১৬ জুলাই) সকালে বাড়ির পাশে কর্ণফুলী নদীতে মাছ ধরতে নেমে নিখোঁজ হন তিনি। ইমদাদ উল্লাহ পূর্ব সরফভাটা ৮ নম্বর ওয়ার্ডের কাজীর বাজার এলাকার মৃত আবদুল হকের ছেলে।
রাঙ্গুনিয়া ফায়ার স্টেশনের টিম লিডার জাহিদুর রহমান জাগো নিউজকে বলেন, পূর্ব সরফভাটা এলাকায় কর্ণফুলী নদীতে বৃদ্ধ নিখোঁজের খবর পেয়ে আমরা সকাল ৭টা ৪০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছাই। এরপর ঘটনাস্থল থেকে সকাল ৮টা ১০ মিনিটে নিখোঁজ ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করি। পরে মরদেহ স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।