মানিকগঞ্জে ‘ভোটাধিকার হরণ দিবস’ পালন করেছে বিএনপি
বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ‘ভোটাধিকার হরণ দিবস’ পালন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। তিন বছর আগের ২০১৮ সালের এই দিন জাতীয় নির্বাচনে বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করে সর
প্রথম নিউজ, মানিকগঞ্জ : বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে ‘ভোটাধিকার হরণ দিবস’ পালন করেছে মানিকগঞ্জ জেলা বিএনপি। তিন বছর আগের ২০১৮ সালের এই দিন জাতীয় নির্বাচনে বর্তমান সরকার জনগণের ভোটাধিকার হরণ করে সরকার গঠন করেছে মন্তব্য করে বিএনপি এজন্য এই দিনকে ভোটাধিকার হরণ দিবস হিসেবে আখ্যা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিএপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ মানিকগঞ্জ কোর্ট চত্বর থেকে শহীদ রফিক সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে এসে মানববন্ধনে সমাবেত হয়।
এসময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরতাজ আলম বাহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাম আবেদীন কায়ছার, জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, সদস্য সচিব তুহিনুর রহমান তুহিন। নাগরিকের ভোটাধিকার হরণ করে সাধারণ জনগণের সাথে সরকার অগণতান্ত্রিক আচরণ করেছে বলে দাবি করেন বিএনপিপন্থী নেতারা। গণতন্ত্র ও ভোটাধিকার ফিরে পেতে আগামী নির্বাচনে সরকারকে নিরপেক্ষ নির্বাচন বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়।
মানববন্ধনে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূইয়া হাবু, দফতর সম্পাদক আরিফ হোসেন লিটন, প্রচার সম্পাদক শামীম আল মামুন, ধর্ম বিষয় সম্পাদক আশিকুর রহমান খান, পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জাদু, শ্রমিক দলের সভাপতি আব্দুল কাদের, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক লিটন, কৃষকদলের আহ্বায়ক মনি, যুবদলের সাবেক সহ-সভাপতি জিয়া উদ্দিন কবির, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক জিন্নাহ খান, ছাত্রদলের সভাপতি রেজাউল ইসলাম খান সজীব, সাধারণ সম্পাদক নুরসাদুল ইসলাম জ্যাকিসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: