মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল ৩ কিশোরের
উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রহুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রথম নিউজ, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তিন কিশোরের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর আড়াইটার দিকে উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের রহুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে- উপজেলার রুহলী গ্রামের বাছেদের ছেলে মকবুল হোসেন (১৫), একই উপজেলার মাটিকাটা এলাকার ইলিয়াসের ছেলে রাকিব (১৬) ও একই এলাকার মৃত রশিদের ছেলে আসাদুল (১৬)। তারা সবাই পরিবহন শ্রমিক।
স্থানীয় সূত্রে জানা গেছে, মকবুলকে গতকাল বৃহস্পতিবার নতুন একটি মোটরসাইকেল কিনে দেয় পরিবার। সেই মোটরসাইকেলে বন্ধুদের নিয়ে ঘুরতে বের হয় মকবুল। নতুন মোটরসাইকেল চালাতে নিষেধ করলেও শোনেনি সে। আজ দুপুরে মকবুল তার দুই বন্ধু রাকিব ও আসাদুলকে নিয়ে ঘুরতে যায়। মোটরসাইকেলটি কষ্টাপাড়া-রুহুলী সড়কের রুহুলী উচ্চ বিদ্যালয়ের সামনে বালুতে স্লিপ করে নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে সজোরে ধাক্কা লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ভূঞাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল ওহাব মিয়া বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ওই তিন কিশোরের মৃত্যু হয়েছে। তারা পরিবহন শ্রমিক বলে জানা গেছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: