কর্ণফুলীতে ভেসে উঠল নারীর মরদেহ

কর্ণফুলীতে ভেসে উঠল নারীর মরদেহ

প্রথম নিউজ, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরের ইপিজেড থানা এলাকায় কর্ণফুলী নদী থেকে ভাসমান অবস্থার এক নারীর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

মঙ্গলবার (৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে থানার নৌ বাহিনীর ঈশা খাঁ জেটি সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে এটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

সদরঘাট নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একরামুল উল্লাহ ঢাকা পোস্টকে বলেন, উদ্ধার হওয়া নারীর আনুমানিক বয়স ২০ বছর। তার দেহ অনেকটা গলে গেছে। সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।