কর্ণাটকে ভোট চলছে, নজর আজ সন্ধ্যার এক্সিট পোলের দিকে

কর্ণাটকে ভোট চলছে, নজর আজ সন্ধ্যার এক্সিট পোলের দিকে

প্রথম নিউজ, ডেস্ক : কর্ণাটকের ভোট যেন ২০২৪-এর লোকসভা নির্বাচনের ওয়ার্ম আপ। মূল লড়াই হচ্ছে বিজেপি –কংগ্রেসের। একদিকে বিজেপির জন্য বিপদ হতে পারে তাদের অ্যান্টি ইনকাম্বসি ফ্যাক্টর। কংগ্রেসের বিপদ বিশ্বাসহীনতার। এই দুয়ের টানাপোড়েন কর্ণাটক বিধানসভার ২২৪টি আসনের ভোট বেশ জমে উঠেছে।  প্রতিবারের মতো এবারও জাত -পাতের খেলা এই কর্ণাটক ভোটে রয়েছে। লিঙ্গয়েত এবং ভোকালিকা সম্প্রদায়ের ভোটেই কর্ণাটকের ভাগ্য নির্ধারিত হয়। এবারও তার ব্যতিক্রম নয়। বেলা ১টা পর্যন্ত ভোট পড়েছে ৩৭.২৫ শতাংশ। এবার   রেকর্ড ভোট পড়ার সম্ভাবনা।


যদিও আবহাওয়া ভোটদানে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।  দু’একটি নগণ্য  ঘটনা ছাড়া ভোট শান্তিপূর্ণ হচ্ছে।
আজ সন্ধ্যা ৬টায় শুরু হবে এক্সিট পোল।  যদিও এক্সিট পোল নিয়ে রাজনৈতিক দলগুলির দ্বন্দ্ব আছে।  কিন্তু, একটা ইঙ্গিত পাওয়ার আশায় সবাই তাকিয়ে আছে এক্সিট পোলের দিকে।