কুমিল্লায় বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লায় বাসের চাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে

 কুমিল্লায় বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত
কুমিল্লায় বাসচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত-প্রথম নিউজ

প্রথম নিউজ, কুমিল্লা : কুমিল্লায় বাসের চাপায় ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। শনিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার দক্ষিণনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত তিনজনের পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ।

শনিবার বেলা পৌনে ১২টার দিকে বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের দাউদকান্দি থানার ট্রাফিক ইনচার্জ (টিআই) ফরিদুল ইসলাম।

তিনি জানান, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীগামী আল বারাকা এক্সপ্রেস নামে একটি বাস দাউদকান্দির দক্ষিণনগর জিঙ্গাতলী এলাকায় মহাসড়কে চট্টগ্রামগামী একটি মোটরসাইকেল পাসিং করার সময় মোটরসাইকেলটিকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ৩ মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। মৃতদের পরিচয় সনাক্তের চেষ্টা চলছে। বাসটিকে আটক করে দাউদকান্দি হাইওয়ে থানায় আনা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। 

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom