কুমিল্লায় ওরা পুলিশ পরিচয়ে ছিনতাই করতো

গতকাল দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান জেলা পুলিশ সুপার আবদুল মান্নান।

কুমিল্লায় ওরা পুলিশ পরিচয়ে ছিনতাই করতো

প্রথম নিউজ, কুমিল্লা: কুমিল্লায় পৃথক অভিযানে ছিনতাইকারী চক্রের মূলহোতা ও ছিনতাই হওয়া মালামালসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গতকাল দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব জানান জেলা পুলিশ সুপার আবদুল মান্নান। আসামিরা হলেন, কুমিল্লা নগরীর ২য় মুরাদপুর এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে সুমন (৩৬) ও একই এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে সুজন (৩৫), উত্তর চর্থা এলাকার খোকন মিয়ার ছেলে মেহেদী হাসান (২৭), বরুড়া উপজেলার মো. জসিম উদ্দিনের ছেলে মো. রাকিব হোসেন ২৫, চাঁনপুর গ্রামের সুমন মিয়ার ছেলে রাহিদুল ইসলাম মাহি (১৯)। পুলিশ সুপার আবদুল মান্নান জানান, এই ছিনতাইকারী চক্রটি কুমিল্লা নগরীর বিভিন্ন স্থানে মোটরসাইকেলযোগে এসে পথচারীদের পুলিশ পরিচয়ে হ্যান্ডকাফ ও অস্ত্রশস্ত্র দেখিয়ে ছিনতাই করত। পরে পুলিশের অভিযানে ও তথ্য প্রযুক্তির সহায়তায় সুমনকে গ্রেপ্তার করা হয়। 

পরে তার তার দেওয়া তথ্যমতে তার সহযোগী সুজনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে, ১টি পাইপগান, ২টি কার্তুজ, ১টি রামদা, এবং ওয়ারড্রফ এর ভেতর থেকে ছিনতাইকৃত ১টি বারো আনা ওজনের স্বর্ণের চুড়ি, বিভিন্ন তালার চাবি ১১০টি, হাইওয়ে পুলিশের ডিপ সাইন সংযুক্ত ২ সেট পোশাক ও বিডি পুলিশের কেডস্‌ জুতা ১ জোড়া, ১টি হ্যান্ডকাফ, ছিনতাইকৃত মহিলাদের ভ্যানিটি ব্যাগ ১০টি, ২টি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন নম্বর কম্পিউটারে কম্পোজকৃত লেমিনিটিং করা এবং তার ভাড়া বাসার উঠানের পাশে রাখা ১টি হেলমেট সহ ১টি পালসার ১৫০সিসি মোটর সাইকেল, ১টি র‍্যাপ রোড মাস্টার মোটরসাইকেল, ১টি পালসার ১৫০সিসি মোটরসাইকেল, ১টি পিকআপ গাড়ি, ১টি তালা কাটার, ষ্টিলের কভার সহ ০২টি চাকু, ১টি এসএস স্টিলের হাতলযুক্ত দ্বিফলা কুড়াল, ৫টি কাঠের হাতলযুক্ত হাতুড়ি, ৩টি বিভিন্ন সাইজের সেলাই রেঞ্জ এবং ছিনতাইকৃত ১১টি ব্যাক প্যাক ও ১০টি মানি ব্যাগ, ০১টি সুইচ গিয়ার চাকু, ছিনতাইকৃত ৫টি মহিলাদের পার্সব্যাগ এবং ছিনতাই পরবর্তী ভাগে পাওয়া ১২ হাজার ৭৫০ টাকা উদ্ধার করা হয়। 

অপর অভিযানে, কুমিল্লা নগরীর কান্দিরপাড় এলাকা হতে ছিনতাইকারীর একটি দল নগরীর ঠাকুরপাড়া এলাকা হতে সিএনজিযোগে এক মহিলার কাছ থেকে স্বর্ণালংকার ছিনতাই করে। পরে, অভিযোগ পেয়ে পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১১ মে) রাতে সিএনজি চালক মো. রাকিব হোসেনকে পুলিশ গ্রেপ্তার করে। পরে, সিএনজি চালকের দেওয়া তথ্যমতে অপর ২ আসামিকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে, ছিনতাইকাজে ব্যবহৃত সিএনজি ১টি, ১ ভরি ৪ আনা ওজনের স্বর্ণ, ১টি দেশীয় এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১টি আইফোন, ১টি চাপাতি উদ্ধার করা হয়। এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) নাজমুল হাসান, কুমিল্লা (সদর সার্কেল) কামরান হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মংনে থোয়াই মারমা,কুমিল্লা কোতয়ালী মডেল থানার ওসি ফিরোজ হোসেন, জেলা গোয়েন্দা পুলিশের ওসি রাজেশ বড়ুয়াসহ প্রমুখ।