কুমার শানুর বিরুদ্ধে ছেলের অভিযোগ
তবে বাবার জনপ্রিয়তার আলোতে অনেকটাই ঢাকা পড়ে গিয়েছে তার প্রতিভা।
প্রথম নিউজ, বিনোদন ডেস্ক: বাবা জনপ্রিয় গায়ক কুমার শানু। ছেলে জান কুমারও সংগীতশিল্পী। তবে বাবার জনপ্রিয়তার আলোতে অনেকটাই ঢাকা পড়ে গিয়েছে তার প্রতিভা। এমনটাই অভিযোগ কুমার শানুর ছেলে জানের। তিনি স্পষ্ট জানিয়েছেন, বাবা কাজের ক্ষেত্রে তাকে একটুও সাহায্য করেন না। আর সেই কারণেই নাকি তার জনপ্রিয় হওয়া হলো না। তবে ছেলের নানা অভিযোগ থাকলেও বলিউডের পর্দা কাঁপাচ্ছে শানুকন্যা শ্যানন।