কবর দেয়ার ৪ দিন পর বৃদ্ধকে জীবিত উদ্ধার করলো পুলিশ
৭৪ বছর বয়সী এক নারীকে তার নিজের বাড়িতেই মৃত অবস্থায় পেয়েছিলেন তার আত্মীয়রা।

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইউরোপের দেশ মলদোভার বুকে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। জীবন্ত কবর দেয়ার চারদিন পরে ৬২ বছরের এক বৃদ্ধকে উদ্ধার করলো পুলিশ। পুলিশ এসেছিল সম্পূর্ণ অন্য এক ঘটনার তদন্ত করতে। ৭৪ বছর বয়সী এক নারীকে তার নিজের বাড়িতেই মৃত অবস্থায় পেয়েছিলেন তার আত্মীয়রা। এই ঘটনারই তদন্ত করতে গিয়েছিলেন পুলিশ অফিসাররা। তল্লাশি চালানোর সময়, কাছের এক জায়গা থেকে গোঙানির আওয়াজ পেয়েছিলেন তারা। আওয়াজ লক্ষ্য করে এগিয়ে গিয়ে দেখেন আওয়াজটা আসছে মাটির নীচ থেকে। একটু খোঁড়াখুঁড়ি করতেই পুলিশ একটা দরজা দেখতে পেয়েছিল। দরজাটা ছিল এক অস্থায়ী বেসমেন্টের। আর সেখান থেকেই ৬২ বছরের ওই বৃদ্ধকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে স্থানীয় পুলিশ।
ভিডিওটিতে দেখা যাচ্ছে, পুলিশ কর্মীরা কোদাল দিয়ে মাটি খুঁড়তে গিয়ে একটি অস্থায়ী বেসমেন্ট খুঁজে পান। সেটির ভেতর থেকেই এক বৃদ্ধকে টেনে বের করে আনছেন পুলিশ কর্মকর্তারা। পুলিশ জানিয়েছে, ওই বৃদ্ধের ঘাড়ে ক্ষত ছিল। এ ঘটনায় জড়িত সন্দেহে ১৮ বছর বয়সী এক তরুণকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদে বিভ্রান্তিকর তথ্য দেয়ায় ওই কিশোরের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ।
পুলিশের ধারণা, এই কিশোরই রোববার (১২ মে) রাতে কিংবা সোমবার সকালে ৭৪ বছর বয়সী নারীকে হত্যা করেছে। ওই বৃদ্ধ জানিয়েছেন, রোববার অভিযুক্ত ওই কিশোরের সঙ্গে মদ্য পান করছিলেন তিনি। সেসময় একটি বিষয় নিয়ে তাদের মধ্যে তর্ক শুরু হয়। কিশোরটি তখন বৃদ্ধকে ছুরি দিয়ে আঘাত করে ও তাকে বেসমেন্টের ভেতর নিয়ে যায়। পরে বৃদ্ধকে ভেতরে রেখেই বাইরে তালা লাগিয়ে দেয়। তারপর, দরজাটি মাটি দিয়ে চাপা দিয়ে দিয়েছিল সে। অভিযুক্ত তরুণের বিরুদ্ধে হত্যা এবং হত্যার চেষ্টার অভিযোগ এনেছে পুলিশ। ফলে, দোষী প্রমাণিত হলে তাকে যাবজ্জীবন কারাবাসের শাস্তি পেতে হবে।সূত্র : wionews