প্রথম নিউজ, কাপাসিয়া (গাজীপুর) : ঢাকা-কাপাসিয়া-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কের কাপাসিয়ার সূর্যনারায়ণপুর পেট্রোলপাম্প এলাকায় সোমবার সকালে সিএনজি অটারিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিলুফা আক্তার (৪৫) নাম এক গহবধূ মারা গেছেন। তিনি গাজীপুর সদরের ভবানীপুর গ্রামের মাইনুল ইসলামের স্ত্রী। প্রত্যক্ষদর্শী সূত্র জানা যায়, সোমবার সকালে কাপাসিয়ার সূর্যনারায়ণপুর পেট্রোলপাম্প এলাকায় রাজেন্দ্রপুর চৌরাস্তা থেকে কাপাসিয়াগামী একটি সিএনজি অটোরিকশার সাথে ঢাকাগামী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় আশপাশের লোকজন এসে মুমূর্ষু অবস্থায় নিলুফা আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যাপারে কাপাসিয়া থানার ওসি এএইচএম লুৎফুল কবীর জানান, নিহতের লাশ উদ্ধার করে স্বজনদের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।