সরকার আগুন নিয়ে খেলা শুরু করেছে : ফখরুল
আজ সোমবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন মির্জা ফখরুল।
প্রথম নিউজ, ঢাকা: সরকার এখন আগুন নিয়ে খেলা শুরু করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, তারা একদিকে বাজারে বাজারে আগুন দিচ্ছে, অন্যদিকে মানুষের সব ইচ্ছা-আশা-আকাঙ্ক্ষাগুলোকে আগুনে জ্বালিয়ে দিচ্ছে। পুরো ব্যাপারটাই হচ্ছে তাদের (সরকার) সাজানো, তৈরি করা। এই আগুন নিয়ে খেলা করে লাভ হবে না, আগুনে কিন্তু আপনারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন। আজ সোমবার বিকেলে রাজধানীতে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলে এসব কথা বলেন মির্জা ফখরুল। রাজারবাগে হোটেল হোয়াইট হাউসে গণতন্ত্র মঞ্চের উদ্যোগে রাজনীতিবিদদের সম্মানে এই ইফতার মাহফিল হয়।
তিনি বলেন, ‘আমরা এখন যে জায়গায় এসে দাঁড়িয়েছি সেই জায়গায় আমাদের একটাই মাত্র পথ খোলা আছে, সেই পথ হচ্ছে- আন্দোলনের মধ্য দিয়ে জনগণকে সংগঠিত করে এই ভয়াবহ দানবীয় সরকারকে সরিয়ে একটা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।’ এ সময় বিরোধী রাজনৈতিক দলগুলোকে সব শক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে জনগণের সংগ্রামে শরিক হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব।
ইফতার মাহফিলে বিএনপির বরকতউল্লাহ বুলু, জহির উদ্দিন স্বপন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামা ওবায়েদ, জাতীয় পার্টির (জাফর) আহসান হাবিব লিংকন, গণঅধিকার পরিষদের রেজা কিবরিয়া, নুরুল হক নুর, ভাসানী অনুসারী পরিষদের শেখ রফিকুল ইসলাম বাবলু, জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ স্বপন, নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার, গণফোরামের (মন্টু) সুব্রত চৌধুরী, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, ভাসানী অনুসারী পরিষদের হাবিবুর রহমান রিজু, বাংলাদেশ পিপলস পার্টির বাবুল সর্দার চাখারী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সুকৃতি মন্ডল, ন্যাপ ভাসানীর আজহারুল ইসলাম, ইসলামী ঐক্যজোটের শওকত আমীন, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রেস উপদেষ্টা জাহাঙ্গীর আলম মিন্টুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।