ওপেনিং নয়, বিশ্বকাপে ৪ নম্বরে ব্যাট করবেন লিটন!
এশিয়া কাপে ব্যর্থতার পর দেশে ফিরে তুমুল সমালোচনার মধ্যে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম
প্রথম নিউজ, ডেস্ক : এশিয়া কাপে ব্যর্থতার পর দেশে ফিরে তুমুল সমালোচনার মধ্যে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দেন মুশফিকুর রহিম।
যে কারণে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে একাদশে ৪ নম্বরে কে ব্যাট করবে সেই ভাবনায় পড়েছে টিম ম্যানেজমেন্ট।
এমন পজিশনে মূলত অভিজ্ঞ ব্যাটার খেলে থাকেন, যিনি মিডলঅর্ডারের স্তম্ভ হবেন।
সঙ্গত কারণেই অভিজ্ঞ ও নির্ভরযোগ্য লিটন দাসকে সেই পজিশনের জন্য যোগ্য ভাবা হচ্ছে।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু এ তথ্য দিয়ে জানালেন, বিশ্বকাপে ওপেনিংয়ে না নামিয়ে লিটন দাস চারে নামানোর চিন্তা-ভাবনা চলছে টিম ম্যানেজমেন্টের।
ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজকে নান্নু বলেছেন, ‘আমরা লিটনকে চার নম্বরে নামানোর কথা ভাবছি। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।’
তবে এ বিষয়ে লিটন দাসের মতামত জানা আগে প্রয়োজন বলে জানালেন নান্নু। তিনি বলেন, ‘দেখুন, আমরা লিটনকে ওপেনিংয়ের জন্য ভাবছি না এখন। তবে সে নিজে এ সিদ্ধান্তটি কীভাবে নেয়, কী ভাবছে; সেটিও এখানে দেখতে হবে। আমরা সামনের অনুশীলনে ওর সঙ্গে এ বিষয়ে কথা বলব।’
নির্বাচকদের পরিকল্পনায় লিটন রাজি হলে? জবাবে প্রধান নির্বাচক বলেন, ‘দেখুন, টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাদের লম্বা ব্যাটিং লাইনআপ প্রয়োজন। আর লিটন চারে খেলতে রাজি হলে আফিফ আসবে পাঁচে। ছয় নম্বরের জন্য বেশ কয়েকজন ক্রিকেটার আছে আমাদের।
নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট শ্রীধরন শ্রীরামও এমনটিই চান— বলে জানালেন নান্নু। বলেন, ‘লিটনকে ব্যাট করতে দেখে শ্রীরাম বলেছেন, চার ও পাঁচ নম্বরে লিটন-আফিফের মতো ব্যাটার প্রয়োজন। কারণ পাওয়ার প্লে শেষ হলে বাউন্ডারি হাঁকানো কঠিন। তখন তারা গ্যাপে খেলে রান বের করতে পারে। ওদের পাওয়ার হিটিংও বেশ ভালো।’
উল্লেখ্য, চার নম্বর পজিশনে সফলতা পাননি লিটন। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৫৪ ম্যাচে এখন পর্যন্ত মাত্র দুবার চার নম্বরে ব্যাট করেছেন লিটন। সেই দুই ইনিংসে তার সংগ্রহ ছিল ৮ ও ৯ রান।
এর পরও লিটনকে চার নম্বরে নামানোর ভাবনা কতটুকু যৌক্তিক, তা আলোচনার দাবি রাখে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews