এশিয়া কাপের আগে গোড়ালিতে চোট হাসান মাহমুদের
এশিয়া কাপের জন্য আজ শনিবার থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের
প্রথম নিউজ, ডেস্ক : এশিয়া কাপের জন্য আজ শনিবার থেকে আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। সকাল ১০টায় শুরু হওয়া এই অনুশীলনের সময় অ্যাঙ্কেলের চোটে মাঠ ছাড়েন ডানহাতি পেসার হাসান মাহমুদ। চোটের মাত্রা জানতে এক্স-রে করা হবে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক মনজুর হোসেন চৌধুরী বলছিলেন, ‘অনুশীলের সময় হাসান অ্যাঙ্কেলে চোট পান। এখন মেডিক্যাল টিমের পর্যবেক্ষণে আছে। কিছুক্ষণ পর এক্স-রে করাতে নেওয়া হবে। এরপর আসলে জানা যাবে তার বর্তমান অবস্থা। এশিয়া কাপ নিয়ে শঙ্কা কি-না সেটা এক্স-রে রিপোর্ট হাতে না পেয়ে বলা যাচ্ছে না।’
দলীয় সূত্র থেকে ভিন্ন খবর। খালি চোখে চোটের ধরণ দেখে মনে হয়েছে, গোড়ালিতে পাওয়া এই চোটে বেশ ভুগতে হবে হাসান মাহমুদকে।
দীর্ঘদিন ইনজুরিতে থাকার পর জিম্বাবুয়ে সিরিজ দিয়ে প্রত্যাবর্তন হয়েছিল হাসানের। সেখানে দারুণ পারফর্ম করে টিকে গেছেন আসন্ন এশিয়া কাপের জন্য। কিন্তু ইনজুরি দুর্ভাগ্যের কারণ হয়ে দাঁড়ায় কি-না সেটাই এখন চিন্তার বিষয়।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews