এবার বিয়ের শাড়ি ফেরত পাঠালেন সামান্থা
২০২১ সালের ২ অক্টোবর চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সামান্থা রুথ প্রভু
প্রথম নিউজ, ডেস্ক : ২০২১ সালের ২ অক্টোবর চার বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। দক্ষিণী সুপারস্টার নার্গাজুনের ছেলে অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার পর্দার প্রেম এবং বাস্তব প্রেম নিয়ে মাতামাতি ছিল দর্শকদের মধ্যে। বনিবনা না হওয়ায় অবশেষে আলাদা হয়ে গেছেন তারা। এরপরে বিচ্ছেদের কারণ হিসেবে বিভিন্ন কারণ শোনা যায়।
ইন্ডাস্ট্রির অন্দরের গুঞ্জন, খোলামেলা দৃশ্যে সামান্থার অভিনয় নিয়ে আপত্তি জানিয়েছিলেন নাগা এবং তার মা-বাবাও। পুত্রবধূকে নাকি ‘সাহসী’ ভূমিকায় পর্দায় দেখতে আপত্তি ছিল তাদের। তবে বিয়ে বিচ্ছেদ নিয়ে অকপট হলেও নিজের বিরুদ্ধে এ অভিযোগ নিয়ে কোনো কথা বলেননি সামান্থা।
এদিকে, নাগার সঙ্গে বিয়েতে যে শাড়িটি সামান্থা পরেছিলেন, তা স্বামীর কাছে পাঠিয়ে দিয়েছেন। গুঞ্জন ছড়িয়েছে, শ্বশুরবাড়ির চাপে বিয়ের শাড়ি ফেরত দিয়েছেন সামান্থা।
তেলুগু ইন্ডাস্ট্রির খবর, সাদা রঙের সেণই দক্ষিণী শাড়িটি আসলে নাগার দাদির। তাই সেই শাড়ি নিজের কাছে রাখতে চাননি ‘ফ্যামিলি ম্যান ২’-এর নায়িকা। তাছাড়া সামান্থা নাগা পরিবারের কোনো জিনিসই নিজের কাছে রাখতে চান না।
গত বছরের অক্টোবরে সামান্থা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘অনেক আলোচনা ও চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়ে আমরা স্বামী-স্ত্রী দুজন আলাদা পথ খুঁজে নিয়েছি। আমরা ভাগ্যবান যে এক দশকের বেশি সময় ধরে আমাদের মধ্যে যে বন্ধুত্ব ছিল, যা সম্পর্কের মূল ভিত্তি। আমরা বিশ্বাস করি, সবসময় আমাদের মধ্যে সেই বন্ধন থাকবে।’
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews