এবার চীনের ২৬ ফ্লাইট বাতিল করল যুক্তরাষ্ট্র

এর আগে মার্কিন একটি বিমান থেকে করোনা রোগী পাওয়ার পর যুক্তরাষ্ট্রের ৬০টি ফ্লাইট বন্ধ করে দিয়েছিল চীন।

এবার চীনের ২৬ ফ্লাইট বাতিল করল যুক্তরাষ্ট্র
এবার চীনের ২৬ ফ্লাইট বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রথম নিউজ, ডেস্ক: চীনা বিমান সংস্থার ২৬টি ফ্লাইট বৃহস্পতিবার বাতিল করেছে যুক্তরাষ্ট্র। এর আগে মার্কিন একটি বিমান থেকে করোনা রোগী পাওয়ার পর যুক্তরাষ্ট্রের ৬০টি ফ্লাইট বন্ধ করে দিয়েছিল চীন। এ ঘটনার পাল্টা ব্যবস্থা হিসেবেই চীনের চারটি বিমান সংস্থার ফ্লাইট বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। খবর রয়টার্সের। ফ্লাইট বন্ধ করে দেওয়া চীনের বিমান সংস্থাগুলো হচ্ছে— জিয়ামেন, এয়ার চায়না, চায়না সাইদার্ন এয়ারলাইনস এবং চায়না ইস্টার্ন এয়ারলাইন্স। আগামী ৫ সেপ্টেম্বর থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত চীনের এ বিমান সংস্থার ফ্লাইট যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করেছে। এর আগে চীনের বিমান চলাচল কর্তৃপক্ষ যুক্তরাষ্ট্র থেকে ৬০ বেশি ফ্লাইট বাতিল করেছে। বিমানে আসা অনেক যাত্রীর করোনা শনাক্ত হওয়ার পর কর্তৃপক্ষ এমন সিদ্ধান্ত নিয়েছে। এসব ফ্লাইটের মধ্যে ১০টি ডেল্টা এয়ারলাইনসের, ছয়টি ইউনাইটেড এয়ারলাইনসের এবং ছয়টি আমেরিকান এয়ারলাইনসের।

ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, তারা গত শুক্রবার ডেট্রইট থেকে সাংহাই ফ্লাইট বাতিল করেন। এ ছাড়া ১৪ জানুয়ারির ফ্লাইট বাতিল করেছেন। চীনের উহানে ২০১৯ সালের ডিসেম্বরে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দ্রুতই চীন থেকে করোনা ছড়িয়ে পড়ে বিশ্বে। ২০২০ সালের ১১ মার্চ করোনাকে বৈশ্বিক মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom