এফ কেনেডি জুনিয়র বললেন যুদ্ধবিমান দিয়ে ইউক্রেনের পতন ঠেকানো যাবে না

সোশ্যাল মিডিয়া এক্সের একটি থ্রেডে তিনি বলেন, এফ-১৬ দিয়ে ইউক্রেনের সামরিক বাহিনীর পতন ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র।

এফ কেনেডি জুনিয়র বললেন যুদ্ধবিমান দিয়ে ইউক্রেনের পতন ঠেকানো যাবে না

প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ইউক্রেনকে এফ-১৬ যুদ্ধবিমান দেয়ার তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেট দলের প্রেসিডেন্ট মনোনয়ন প্রার্থী রবার্ট এফ কেনেডি জুনিয়র। সোশ্যাল মিডিয়া এক্সের একটি থ্রেডে তিনি বলেন, এফ-১৬ দিয়ে ইউক্রেনের সামরিক বাহিনীর পতন ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র। এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে শুধুমাত্র অস্ত্র কোম্পানিগুলোর লাভের জন্য। এ খবর দিয়েছে আরটি।

খবরে জানানো হয়, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে তিনি বাইডেনকে সরিয়ে ডেমোক্রেট দলের পক্ষ থেকে প্রেসিডেন্ট পদপ্রার্থী হতে চান। প্রায়ই বাইডেন প্রশাসনের নানা নীতির সমালোচনা করেন এফ কেনেডি জুনিয়র। তিনি বলেন, ইউক্রেন সংকটের সমাধান করতে হবে আলোচনার মধ্য দিয়ে। ইউক্রেনকে এফ-১৬ দেয়া হচ্ছে প্রতিরক্ষা শিল্পের জন্য দারুণ খবর। কিন্তু ইউক্রেন এবং মানবতার জন্য এটি একটি বিপর্জয় ডেকে আনবে। 

তিনি আরও বলেন, এফ-১৬ ইউক্রেনের সামরিক বাহিনীর পতন ঠেকাতে পারবে না (কিছু সামরিক বিশেষজ্ঞ মনে করেন, খুব শিগগিরই ভেঙে পড়বে ইউক্রেনের বাহিনী)। তাছারা এ ধরনের বিমান পরিচালনা করতে ব্যাপক প্রশিক্ষণ এবং রক্ষণাবেক্ষণ প্রয়োজন। এটা কোনো সিনেমা নয়। এফ কেনেডি জুনিয়র বরাবরই ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার বিরুদ্ধে ছিলেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রের উচিত ইউক্রেনে তার ব্যর্থতা স্বীকার করে নেয়া এবং নিজের আভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে কথা বলা।