বিশ্বের চোখ ব্রিকস সম্মেলনের দিকে, যুক্ত হতে পারে নতুন সদস্য
৪০টিরও বেশি দেশ এরইমধ্যে ব্রিকসের সদস্য হওয়ার আবেদন করেছে। এটিই এবারের ব্রিকস সম্মেলনের প্রধান আকর্ষণ।
প্রথম নিউজ, অনলাইন ডেস্ক: ২২শে আগস্ট থেকে শুরু হচ্ছে ১৫তম ব্রিকস সম্মেলন। বিশ্বের চোখ এখন এই সম্মেলনের দিকে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ শহরে অনুষ্ঠিত হতে চলা এই সম্মেলনে ব্রিকসভুক্ত পাঁচ দেশ ছাড়াও যুক্ত হচ্ছেন কয়েক ডজন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা। এবারের সম্মেলন থেকেই জোটটিতে নতুন সদস্য যুক্তের ঘোষণা আসতে পারে। ৪০টিরও বেশি দেশ এরইমধ্যে ব্রিকসের সদস্য হওয়ার আবেদন করেছে। এটিই এবারের ব্রিকস সম্মেলনের প্রধান আকর্ষণ।
জানা গেছে, সম্মেলন শুরুর প্রথম দিনেই নতুন সদস্য যুক্ত হওয়ার বিষয়টি আলোচিত হবে। তবে ঠিক কতটি দেশকে সদস্যপদ দেয়া হবে তা এখনও নির্ধারিত হয়নি। কোনো দেশকে যুক্ত করার জন্য সবগুলো সদস্য রাষ্ট্রের সমর্থন পেতে হবে। ব্রিকসভুক্ত দেশগুলোতে এখন বিশ্বের এক চতুর্থাংশ সম্পদ রয়েছে। এছাড়া বৈশ্বিক জিডিপি'র এক তৃতীয়াংশই এখন ব্রিকস দেশগুলোর। অর্থনীতির আকারে পশ্চিমা জি-৭ দেশগুলোকে অনেক আগেই ছাড়িয়ে গেছে ব্রিকসভুক্ত দেশগুলো।
২০০১ সালে যাত্রা শুরু করে ব্রিকস। ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার মতো উদীয়মান অর্থনীতির দেশগুলো এর সদস্য। এবারের সম্মেলনে যোগ দিচ্ছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। স্বাগতি দেশ হিসেবে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসাও থাকছেন এই সম্মেলনে। এছাড়া আরও অনেক দেশের সরকার প্রধানেরাও উপস্থিত থাকবেন এই সম্মেলনে।
ব্রিকস সদস্য হওয়ার পর সদস্য দেশগুলোর মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক যোগাযোগ ব্যাপক হারে বৃদ্ধি পায়। ব্রিকসে যুক্ত হওয়ার পর চীনে দক্ষিণ আফ্রিকার রপ্তানি চারগুণ বৃদ্ধি পেয়েছে। চীন পরিণত হয়েছে দক্ষিণ আফ্রিকার সবথেকে বড় বাণিজ্য সহযোগী রাষ্ট্রে। 'ইনস্টিটিউট ফর গ্লোবাল ডায়ালগ'-এর 'সিনিয়র রিসার্চ এসোসিয়েট' সানুশা নাইডু বলেন, এবারের সম্মেলনে নতুন সদস্য যুক্ত হওয়ার দিকেই চোখ থাকবে সবার।
মূলত চীন, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা ব্রিকস বড় করতে সবথেকে বেশি আগ্রহী। বিশেষ করে মস্কো ও বেইজিং এখন পশ্চিমাদের বিরুদ্ধে উন্নয়নশীল দেশগুলোর একটি বড় অর্থনৈতিক জোট তৈরিতে মরিয়া। তবে ভারত ও ব্রাজিল সদস্য বৃদ্ধিতে খুব একটা আগ্রহী নয়। তবে নাইডু জানান, নতুন সদস্য যুক্ত করার ক্ষেত্রে পাঁচ সদস্যকেই একমত হতে হবে।