বেনাপোলে ২০টি পাসপোর্টসহ ভারতীয় ট্রাক চালক আটক

প্রথম নিউজ, যশোর: ভারত থেকে ট্রাক ড্রাইভারের মাধ্যেমে আসা ২০টি বাংলাদেশী পাসপোর্টসহ ভারতীয় ট্রাক চালককে আটক করেছে বেনাপোল স্থলবন্দরের নিরাপত্তা কর্মীরা। বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১০টার দিকে ভারত থেকে ডাব্লিউ বি -২৫ এফ ৪৩১০ নং ট্রাকটি বাংলাদেশের কার্গো ভেহিকেল টার্মিনালে প্রবেশ করলে চালক বোচারাম প্রামানিক এর ব্যাগ তল্লাশি করে ২০টি বাংলাদেশী পাসপোর্ট পাওয়া যায়। যার প্রত্যেকটি পাসপোর্টে সাইবেরিয়ার ভিসা লাগানো। ভারতীয় ট্রাক চালক বোচারাম প্রামাণিক ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বনগাঁও থানার কালোপুর বেলের মাঠ গ্রামের গোষ্ঠ প্রামানিকের ছেলে।