এনবিআরে প্রাক-বাজেট আলোচনা শুরু হচ্ছে আজ

আগামী ২০২৩-২০২৪ অর্থবছরে সুষম ও গণমুখী বাজেট প্রণয়নের লক্ষ্যে প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর

এনবিআরে প্রাক-বাজেট আলোচনা শুরু হচ্ছে আজ
এনবিআরে প্রাক-বাজেট আলোচনা শুরু হচ্ছে আজ

প্রথম নিউজ, ঢাকা : আগামী ২০২৩-২০২৪ অর্থবছরে সুষম ও গণমুখী বাজেট প্রণয়নের লক্ষ্যে প্রাক-বাজেট আলোচনা শুরু করতে যাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। 

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এনবিআরের আগারগাঁওয়ের নতুন ভবনে প্রিন্ট ও মিডিয়া মালিক সমিতির সঙ্গে আলোচনার মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হতে যাচ্ছে। 

পরবর্তী আলোচনা আগামী ১২ ফেব্রুয়ারি গণমাধ্যম ও আর্থিক প্রতিষ্ঠানের সঙ্গে অনুষ্ঠিত হবে। ধারাবাহিক আলোচনা চলবে ২১ মার্চ পর্যন্ত। 

এর আগে গত ৩০ জানুয়ারি ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট অংশগ্রহণমূলক, যৌক্তিক, সুষম ও গণমুখী করতে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছে বাজেট প্রস্তাবনা চায় এনবিআর।

দেশের সব চেম্বার’স ও অ্যাসোসিয়েশনকে তাদের বাজেট প্রস্তাবনা লিখিত আকারে ৭ ফেব্রুয়ারির মধ্যে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) কাছে জমা দিতে বলা হয়। একইসঙ্গে একটি সফটকপি ই-মেইলে পাঠাতে বলে এনবিআর।

এ বিষয়ে এনবিআর পরিচালক (জনসংযোগ) সৈয়দ এ মু’মিন ঢাকা পোস্টকে বলেন, সরকারের রাজস্ব আহরণ বাজেট প্রণয়নে জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব নীতিমালা প্রস্তুত করে থাকে। এ লক্ষ্যে একটি অংশগ্রহণমূলক, গণমুখী ও সুষম বাজেট প্রণয়নে বরাবরই সব পর্যায়ের সম্মতির করদাতা বিভিন্ন শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান ও দেশের বুদ্ধিজীবী মহলের কাছ থেকে এনবিআরের বাজেট প্রস্তাব আহ্বান করে। ওই প্রস্তাব ও আলোচনায় উপস্থিত প্রস্তাবগুলোর ভিত্তিতে বাজট চূড়ান্ত রূপ পাবে।

এবারে এনবিআরে প্রধান বাজেট সমন্বয়কারী হিসাবে দায়িত্ব পালন করছেন প্রথম সচিব (কর) শেখ মো. মনিরুজ্জামান।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: