এনা বাসের চাপায় প্রাণ গেল সাবেক সেনাসদস্যের 

এনা বাসের চাপায় প্রাণ গেল সাবেক সেনাসদস্যের 

প্রথম নিউজ, বরিশাল : ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলার আাঠিপাড়া নামক স্থানে এনা পরিবহনের বাসের চাপায় ফুয়াদ হোসেন নামের এক সাবেক সেনাসদস্য নিহত হয়েছেন। সোমবার (৪ ডিসেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফুয়াদ হোসেন গৌরনদী বাটাজোড় এলাকার মো. ফারুক হোসেনের ছেলে।

হাইওয়ে থানা পুলিশের টিএসআই (শহর উপপরিদর্শক) রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, গৌরনদী থেকে বরিশালে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাকে (ফুয়াদ হোসেন) চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার মরদেহ উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে।

গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রসুল মোল্লা বিষয়টি নিশ্চিত করে ঢাকা পোস্টকে বলেন, আনুমানিক ৩০ বছর বয়সী ফুয়াদ হোসেন সাবেক সেনাসদস্য বলে তার স্বজনরা জানিয়েছেন। আমরা দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছি। দুর্ঘটনায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।