একদিনে ২১৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ২
একদিনে ২১৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি, মৃত্যু ২
প্রথম নিউজ, ঢাকা: একদিনে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু জ্বরে মৃত্যু হয়েছে ৬৫ জন। এর মধ্যে সেপ্টেম্বরের এই কয়েকদিনে ১৯ জন, আগস্টে মারা গেছেন ৩৪ জন এবং জুলাইতে ১২ জন।
গত ২৪ ঘণ্টায় ২১৯ জন নতুন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে রাজধানীতেই রয়েছেন গত ২৪ ঘণ্টায় ১৬৭ জন। দেশে সেপ্টেম্বরের ২৮ দিনে ৭ হাজার ৪৩৪ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। আগস্টে ৭ হাজার ৬৯৮ জন, জুলাইয়ে ২ হাজার ২৮৬ জন এবং জুন মাসে ২৭২ জন ডেঙ্গু রোগী বিভিন্ন হাসপাতালে ভর্তি হন। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে এই তথ্য জানানো হয়েছে।
গত ২৪ ঘণ্টায় ঢাকার বাইরে নতুন ভর্তি রোগীর সংখ্যা ৫২ জন। বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ৯৫৪ জন। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে মোট ভর্তি রোগী আছেন ৭৩৬ জন। অন্যান্য বিভাগে বর্তমানে ভর্তি আছেন ২১৮ জন। চলতি বছরে এ পর্যন্ত মোট ভর্তি রোগীর সংখ্যা ১৭ হাজার ৭৯০ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ১৬ হাজার ৭৭১ জন।