এক সপ্তাহে বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে লোকসান ৬ কোটি
শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানান।
প্রথম নিউজ, টাঙ্গাইল: সম্প্রতি কোটা আন্দোলন ও কারফিউর কারণে টাঙ্গাইলের বঙ্গবন্ধু সেতুর টোল আদায়ে গত এক সপ্তাহে ৬ কোটি টাকা ক্ষতি হয়েছে। শুক্রবার (২৬ জুলাই) সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবীর পাভেল এ তথ্য জানান। তিনি বলেন, কারফিউ শিথিল হওয়ায় গত ২৫ জুলাই থেকে বঙ্গবন্ধু সেতুতে যানবাহন পারাপার স্বাভাবিক হয়। বর্তমানে নির্বিঘ্নে যানবাহন পারাপার হচ্ছে।