এক মঞ্চে রওশন ও জি এম কাদের

জাপার ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এক মঞ্চে রওশন ও জি এম কাদের
এক মঞ্চে রওশন ও জি এম কাদের

প্রথম নিউজ, অনলাইন:  জাপা নেতাকর্মীদের নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে যাওয়ার আহ্বান জানিয়ে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ বলেছেন, রাজনৈতিক জীবনে চলার পথে ছোটো-খাটো মান-অভিমানের সৃষ্টি হতেই পারে। নিজেদের মধ্যে মান-অভিমান ভুলে যেতে হবে। আমাদেরকে ব্যক্তিগত স্বার্থের চেয়ে দলের স্বার্থ আগে দেখতে হবে।  জাতীয় পার্টির ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির লিখিত বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয় চত্বরে রোববার দুপুরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে পাশাপাশি বসে ঐক্যের বার্তা দেন জাপার প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ ও চেয়ারম্যান জি এম কাদের। বিকাল সোয়া ৪ টায় মঞ্চে উপস্থিত হয়েই দলীয় নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় করেন রওশন এরশাদ।

রওশন এরশাদ বলেন, বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দকে সম্মান দেখাতে হবে। সকলকে রাজনৈতিক শিষ্ঠাচার মেনে চলতে হবে। সৌজন্যতাবোধ থাকতে হবে। দলের প্রতিটি নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা নিজেরা ঐক্যবদ্ধ থাকলে পার্টি শক্তিশালী থাকবে। মনে রাখতে হবে জাতীয় পার্টি একটি পরিবার। আমরা সকলেই জাতীয় পার্টি পরিবারের গর্বিত সদস্য। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে উল্লেখ করে রওশন এরশাদ বলেন, নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আশানুরূপ ফলাফল অর্জন করার লক্ষ্যে আমাদেরকে এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমাদের সাংগঠনিক কর্মতৎপরতা আরও বৃদ্ধি করতে হবে। তৃণমূল পর্যায়ে জাতীয় পার্টিকে শক্তিশালী করতে হবে। স্বজনপ্রীতি পরিহার করে সকল পর্যায়ের কমিটি গঠনে যোগ্যতার মাপকাঠি বজায় রাখতে হবে।

জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, কো-চেয়ারম্যান এ বি এম রুহুল আমিন হাওলাদার, কাজী ফিরোজ রশীদ, সালমা ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলা, অতিরিক্ত ফখরুল ইমাম, সাহিদুর রহমান টেপা, রেজাউল ইসলাম ভুঁইয়া।

এর আগে দুপুরে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে জাতীয় পার্টি। দলের কো চেয়ারম্যান ও ঢাকা মহানগর দক্ষিণ জাতীয় পার্টির সভাপতি সৈয়দ আবু হোসেন বাবলার নেতৃত্বে শোভাযাত্রাটি জিপিও মোড় থেকে শুরু হয়ে পুরানা পল্টন মোড়, বিজয় নগর, কাকরাইল ও শিল্পকলা একাডেমি হয়ে রাজস্ব ভবনের সামনে এসে শেষ হয়। শোভাযাত্রায় নেতাকর্মীরা হুসেইন মুহাম্মদ এরশাদ, রওশন এরশাদ, জিএম কাদের ও আবু হোসেন বাবলার ছবি সংবলিত বিভিন্ন রং-বেরঙের ফেস্টুন ও বিশাল আকৃতির লাঙল কাঁধে নিয়ে বাদ্যযন্ত্রের তালে নেচে-গেয়ে উৎসবমুখর পরিবেশ তৈরী করেন। মঞ্চে থাকলেও বক্তব্য দেননি জি এম কাদের।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom