ঋণের চাপে ফেসবুকে কিডনি বিক্রির পোস্ট দিলেন যুবক
প্রথম নিউজ, গাইবান্ধা : ব্যবসা করতে গিয়ে ঋণে জর্জরিত হন গাইবান্ধার হুজাইফা তুল ইয়ামানী (২৬)। তাই বাধ্য হয়ে নিজের কিডনি বিক্রি করতে ফেসবুকে পোস্ট করেন। মঙ্গলবার (১৭ অক্টোবর) দুপুরে ওই যুবক নিজের ফেসবুকে এ পোস্ট দেন ।
হুজাইফা তুল ইয়ামানী গাইবান্ধা সদর উপজেলার বোয়ালী ইউনিয়নের উত্তর ফলিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে ।
হুজাইফা তুল ইয়ামানী জানান, দেড় বছর আগে পরিচিত আত্মীয় স্বজন ও এনজিওর কাছ থেকে ঋণ নিয়ে পুরাতন বাজারে একটি মোবাইল ব্যাংকিং ও রিচার্জের দোকান দেন। কিন্তু ব্যবসা শুরু করার পর থেকে পারিবারিকভাবে বিভিন্ন সমস্যায় পড়ে দোকান বন্ধ করতে হয় তাকে। ব্যবসায় লোকসানে তার প্রায় তিন লাখ টাকা দেনা হয়ে যায়। দেনার কারণে তিনি স্ত্রী সন্তানের ভরণপোষণে হিমশিম খান। তাই বাধ্য হয়েই ফেসবুকে কিডনি বিক্রির পোস্ট করেছেন।
তিনি আরও বলেন, এভাবে কিডনি বা শরীরের যেকোনো অঙ্গ বিক্রি করা নিষিদ্ধ। বিষয়টি বেআইনি জেনেও আমি নিরুপায় হয়ে কিডনি বিক্রির পোস্ট দিয়েছি।
এ ব্যাপারে গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমি আপনার মাধ্যমে জানলাম। বিষয়টি খতিয়ে দেখা হবে।