উহানে আবারও লকডাউন, জিরো কোভিড নীতিতে বন্দী ২০ কোটি মানুষ

উহানে আবারও লকডাউন, জিরো কোভিড নীতিতে বন্দী ২০ কোটি মানুষ
উহানে আবারও লকডাউন, জিরো কোভিড নীতিতে বন্দী ২০ কোটি মানুষ

প্রথম নিউজ, আন্তর্জাতিক ডেস্ক : আবারও লকডাউন জারি করা হয়েছে চীনের উহানে। ২০১৯ সালে এই উহানেই প্রথম কোভিড-১৯ ছড়িয়ে পড়েছিল। তখন থেকেই চীন কোভিডের বিরুদ্ধে কঠিন নীতি গ্রহণ করে। তারই অংশ হিসেবে এবার আবারও উহানসহ চীনের অন্তত কয়েক ডজন শহরে লকডাউন জারি করা হয়েছে। উহানের একটি জেলার ৮ লাখের বেশি মানুষকে ৩০শে অক্টোবর পর্যন্ত বাড়িতে থাকার নির্দেশ দেয়া হয়েছে। রয়টার্সকে এক স্থানীয় বলেন, আমরা অসাড় অনুভব করছি। দিন দিন আমরা এই লকডাউনে অসাড় হয়ে যাচ্ছি। চীনের শহর ঝেংঝুতেও লকডাউন দেয়া হয়েছে। এখানে বিশ্বের সবথেকে বড় আইফোন তৈরির কারখানা অবস্থিত। চীনে টানা তৃতীয় দিনের মতো এক হাজারের বেশি মানুষ কোভিড আক্রান্ত হওয়ায় এই নতুন কড়াকড়ি শুরু হয়েছে। এ মাসের শুরুতেই চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ঘোষণা করেন, তার জিরো কোভিড নীতির কোনো পরিবর্তন হবে না। অর্থাৎ, যেখানেই কোভিড ধরা পড়বে সেখানেই কঠিন লকডাউন জারি করা হবে। 
এখন দেশটির ২৮ শহরে লকডাউন জারি রয়েছে। এসব শহরে বাস করে ২০ কোটির বেশি মানুষ। চীনের জিডিপির এক চতুর্থাংশ নির্ভর করে এসব শহরের উপরে। এই সপ্তাহে উহানে মাত্র ২৫ জনের কোভিড শনাক্ত হয়। এতেই লকডাউন জারি করা হয়েছে সেখানে।

Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:

news.google.com

https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en

https://play.google.com/store/apps/details?id=com.prothomnews

https://youtube.com/prothom