উলিপুরে যুবকের গলাকাটা লাশ উদ্ধার
নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত আবুল হোসেন ওরফে ফাকু শেখের ছেলে।

প্রথম নিউজ, কুড়িগ্রাম: কুড়িগ্রামের উলিপুরে রফিকুল ইসলাম (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত আবুল হোসেন ওরফে ফাকু শেখের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে রফিকুল ইসলাম বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। বাড়ির লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে পাননি। গতকাল সকালে ধরনীবাড়ী ইউনিয়নের তেলীপাড়া এলাকায় মৃত আবুল কালাম আজাদ বিডিআর এর পুকুর পাড়ে রাস্তা সংলগ্ন বাঁশঝাড়ের পাশে তার গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ শাশ উদ্ধার করে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য রফিকুল ইসলাম নামে একজনকে থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আশরাফুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: