সিরাজগঞ্জে সেচ পাম্প ঘর থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার
গতকাল সকালে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া উত্তরপাড়া সেচ পাম্প ঘরের মধ্যে লাশটি পাওয়া যায়।
প্রথম নিউজ, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে আবু বক্কর ওরফে আনন্দ (১২) নামের এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের গজারিয়া উত্তরপাড়া সেচ পাম্প ঘরের মধ্যে লাশটি পাওয়া যায়। নিহত আবু বক্কার আনন্দ গজারিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে ও চর চিলগাছা উচ্চবিদ্যালয়ে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
নিহত স্কুলছাত্রের বাবা রফিকুল ইসলাম বলেন, গত বৃহস্পতিবার রাতে ওয়াজ মাহফিলে যাওয়ার কথা বলে তার বন্ধু ডেকে নিয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরে আসেনি। গতকাল সকালে আমার ভাড়া নেয়া সেচ পাম্প ঘরের মধ্যে লাশ দেখে স্থানীয় কৃষকরা আমাকে খবর দেয়। তিনি আরও বলেন, সেচ পাম্পটি আমরা ভাড়া নিয়ে চালাই। এ কারণে ওই সেচ পাম্প ঘরের চাবিটা আমার ছেলে আবু বক্কারের কাছেই থাকতো।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নান্নু খান ও পরিদর্শক (অপারেশন) সুমন কুমার দাস ঘটনাস্থল থেকে বলেন, লাশের সুরুতহাল রিপোর্ট প্রস্তুত করা হচ্ছে। শিশুটির চোখ দিয়ে রক্ত ঝরছে এবং অণ্ডকোষও রক্তাক্ত রয়েছে। আলামত সংগ্রহের জন্য পুলিশের ক্রাইম সিন বিভাগ আসছে। আসার পর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হবে।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel: