উখিয়ায় এপিবিএন সদস্যকে কোপাল রোহিঙ্গারা
উখিয়া উপজেলার বালুখালীর নৌকার মাঠ এলাকায় রোহিঙ্গা ক্যাম্প-৭-এ এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ।
প্রথম নিউজ, কক্সবাজার: কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক সদস্যকে কুপিয়েছে কয়েকজন রোহিঙ্গা। এ ঘটনায় এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে উখিয়া উপজেলার বালুখালীর নৌকার মাঠ এলাকায় রোহিঙ্গা ক্যাম্প-৭-এ এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন অধিনায়ক সৈয়দ হারুনুর রশিদ।
তিনি জানান, আহত কনস্টেবলের নাম শহিদুল ইসলাম। তিনি ক্যাম্প ৭-এ আসার সময় কয়েকজন রোহিঙ্গার সঙ্গে দেখা হয়। এসময় একজন রোহিঙ্গার পরিচয় জানতে চান শহিদুল। চ্যালেঞ্জ করলে ওই রোহিঙ্গারা তার ওপর হামলা চালায় এবং তাকে কুপিয়ে আহত করে। পরে তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।
এপিবিএন অধিনায়ক বলেন, ঘটনার সঙ্গে জড়িত একজনকে আটক করা হয়েছে। বাকিদের ধরতে অভিযান চলছে। যাকে আটক করা হয়েছে তার নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
Download করুন আমাদের App এবং Subscribe করুন আমাদের YouTube Channel:
https://apps.apple.com/de/app/prothomnews/id1588984606?l=en
https://play.google.com/store/apps/details?id=com.prothomnews